Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জন্ম সনদ প্রদানের শর্ত সমূহঃ
Details

১/ জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য (নতুন অথবা সংশোধন উভয়ের ক্ষেত্রে ) আবেদন পত্রের সাথে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের অন্য কোন সার্টিফিকেট / আইডি কার্ড / ইপিআই কার্ড / পাসপোর্ট / হাসপাতালে জন্মের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র / কোন অনুমোদিত ডাক্তারের সনদপত্র / দেওয়ানী আদালতের আদেশ পত্র এর সত্যায়িত অনুলিপি সংযুক্ত করা হলে জন্ম সনদ প্রদান করা হয়।

২/ জন্ম নিবন্ধন ফি ৫০/= টাকা।

৩/ জন্ম নিবন্ধন আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে জন্ম সনদ প্রদান করা হয়।

৪/ জরুরী প্রয়োজন হলে (সাদা কাগজে) আবেদনের প্রেক্ষিতে ৭ কার্যদিবসের মধ্যে জন্ম সনদ প্রদান করা হয়।

৫/ আবেদন পত্রে উল্লেখিত  নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম সনদ না নিলে কর্তৃপক্ষ দায়ী নয়।

Attachments
Publish Date
28/04/2012