Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
1
Details

১/ নাম করনঃ পূর্বে বাগানবাড়ী ইউনিয়ন এর নাম ছিল ‘‘পূর্ব সাদুল্যাপুর ইউনিয়ন কাউন্সিল ’’ । পরবর্তীতে ১৯৬৩ ইং সালে তৎকালিন চাঁদপুর মহকুমার প্রশাসক কে,এ,জামান সাহেবের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পূর্ব সাদুল্যাপুর ইউনিয়ন কাউন্সিল এর নাম পরিবর্তন করে বাগানবাড়ী ইউনিয়ন নামকরন করা হয়।

২/ প্রতিষ্ঠা সালঃ  ১৯৬৩ ইং

৩/ প্রতিষ্ঠাতা   ঃ মরহুম সামছুল আলম (চুন্নু মিয়া) । তিনি ১৯৩৩ ইং সালে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের অন্তরভূক্ত ইছাখালী গ্রামের জমাদার বাড়ীতে জন্ম গ্রহন করেন। তাহার বাবার নাম মোহাম্মদ হোসেন জমাদার যিনি ছিলেন একজন খ্যাতনামা সিংহ পুরুষ। তিনি ১৯২০ ইং  হইতে ১৯৩৩ ইং সাল পর্যন্ত ইউনিয়ন পঞ্চায়েতের সদস্য এবং ১৯৩১-১৯৩৪ ইং সাল পর্যন্ত  তৎকালিন ৩ নং দূর্গাপুর ইউনিয়ন পঞ্চায়েতের প্রেসিডেন্ট ছিলেন। পূর্ব পুরুষগনের মত সমাজ সেবার নেশায় তাহাকে বিভোর করিয়া তোলে। ফলে ১৯৬০ সালে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে বিজয় লাভ করে  তৎকালিন পূর্ব সাদুল্যাপুর  ইউনিয়ন কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন । ২৭ বছর বয়সী তরুন চেয়ারম্যান হিসাবে স্বীয় কর্মদক্ষতায় সাবেক চাঁদপুর মহকুমার অন্যতম চেয়ারম্যান হিসাবে সুখ্যাতি লাভ করেন । তিনি বাগানবাড়ীতে একটি উচ্চ বিদ্যায়ল (বাগানবাড়ী আইডিয়াল একাডেমী) , একটি দাতব্য চিকিৎসালয়, ইউনিয়ন কাউন্সিল  কার্যালয় ,মসজিদ , মাদ্রাসা স্থাপন করেন এবং শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার যথেষ্ঠ উন্নতি সাধন করে সাবেক চাঁদপুর মহকুমার অন্যতম চেয়ারম্যান হিসাবে শ্রেষ্ঠ পুরস্কার সরুপ ৬০০০/= (ছয় হাজার ) টাকার তোড়া লাভ করেন। তিনি ১৯৯২ সালে ৪মার্চ  ইন্তেকাল করেন।

মোট আয়তনঃ   ১৫.৫৪ বর্গ কিলোমিটার

 মৌজা সংখ্যা :   ১০ টি

গ্রাম            ঃ   ২১টি

মোট খানা     ঃ   ৪২০০ টি

মোট লোক সংখ্যা ঃ ৩৬,০০০ জন

মুক্তিযোদ্ধা   ঃ   ৪৫ জন

উচ্চ বিদ্যালয়ঃ  ০৪টি

প্রাথমিক বিদ্যালয়ঃ ০৮টি

সরকারীঃ  ০৮                 

কিন্ডার গার্টেনঃ  ০২টি

মাদ্রাসা      ঃ     ০২টি

শিক্ষার হারঃ    ৮৫%

মসজিদ     ঃ     ৫০টি

মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রঃ ০১টি

হাট-বাজার  ঃ   ০৪টি

ব্যাংক        ঃ   ০২টি

পরিবার কল্যাণ কেন্দ্রঃ  ০১টি

কমিউনিটি ক্লিনিকঃ  ০৩টি

কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রঃ ০১টি

আনসার ও ভিডিপিঃ   ০১টি

এন জি ও   ঃ   ০৮টি

বয়স্ক ভাতাঃ  ৪৮ জন  ২০১৭-২০১৮

বিধবা ভাতাঃ   ১২ জন ২০১৭-২০১৮

পঙ্গু ভাতাঃ      ৮ জন ২০১৭-২০১৮

ভি জি ডি কার্ড সংখ্যা   ১১০